প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২০, ১২:৪২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে তুলা তৈরীর মিলে আগুন ।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার চন্দন চহট বিলপাড় চোরাস্তা, নেকমরদ বালিয়াডাংগী হায়ওয়ে রোড সংলগ্ন এলাকায় জাহিরুল মেম্বারের তুলার মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে। স্থানীয়রা আগুন এর ধোয়া দেখতে পেয়ে পরে রানিশংকৈল ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গতিতে ছুটে গিয়ে প্রায় এক ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। মিল মালিক জাহিরুল ইসলামের সাথে ফোনে কথা হলে তিনি জানান, বিদ্যুৎতের শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বলেন, আনুমানিক প্রায় দের থেকে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার। তুলা তৈরি কাজে ব্যবহারত্ব মেশিন ও তুলার অনেক কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
এদিকে রানীশংকৈল ফায়ার সার্ভিসের লিডার মহরম আলী জানায়, আমারা খবর পেয়ে সেখানে দ্রুত ভাবে ছুটে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ধারণা করছি আগুন টি শর্টসার্কিট থেকে হয়েছে। ক্ষয়ক্ষতি প্রায় দেড় লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা আনুমানিক ধারণা করছি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০২০-২০২৫