১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা মাদক নির্মুলে প্রশাসনের পাশাপাশি সবাইকে সজাগ থাকবে হবে – খাদ্যমন্ত্রী
১৯, সেপ্টেম্বর, ২০২০, ৬:২৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

শুধু আইন প্রয়োগ করেই সমাজ থেকে পুরোপুরি মাদক নির্মূল সম্ভব নয়। এজন্য সবাইকে সামাজিক সচেতনা বাড়াতে হবে। তবেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলার পোরশা উপজেলা চত্বর পুকুরের মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদকে জিরো টলারেন্স। সমাজে কোনো ভাবেই যেন মাদকের বিস্তার না হয় সেদিকে প্রশাসনের পাশাপাশি সবাইকে সজাগ থাকতে হবে। দলের কোনো নেতা-কর্মীও যদি মাদকের সঙ্গে যুক্ত থাকেন তবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ, মৎস্য আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
খাদ্য মন্ত্রী ( ফাইল ছবি)