
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
১৯ সেপ্টেম্বর শনিবার বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াডাঙ্গী বাজার এবং লাহীড়ি হাটে দ্রব্যমূল্য পরিস্থিতি মনিটরিং করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাঃ যোবায়ের হোসেন। এ সময় পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে আড়তদারদের ইনভয়েস- চালান পরীক্ষা, মজুদের পরিমাণ, আগের মূল্যে কেনা ও মজুদ রাখা পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক্রি হচ্ছে কিনা, পাইকারি ও খুচরা দোকানে মূল্য তালিকা টাঙানো আছে কিনা ইত্যাদি বিষয়ে অনুসন্ধান করা হয়। এছাড়া কৃত্রিম সংকট সৃষ্টির ব্যাপারে আড়তদারদের সতর্ক করা হয়।
বালিয়াডাঙ্গী উপজেলার যে কোন হাটে- বাজারে কোন ধরণের অস্বাভাবিক কর্মকাণ্ড দেখা গেলে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।