প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৪:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২০, ৬:৩৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ৩ জন ব্যবসায়ী মূল্য তালিকা না রাখা ও রশিদ ব্যতীত বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ২৫শত টাকা জরিমানা ।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
জনস্বার্থে বাজার মনিটরিং ১৯ সেপ্টেম্বর শনিবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোচাবাড়ী হাটে পেয়াজের বাজার মনিটরিং করেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। খুচরা পর্যায়ে অনেক বিক্রেতা তাকে ইনভয়েস বা রশিদ দেখাতে পারেন নি। তারা কত টাকা করে পেয়াজ কিনেছেন সেই সংত্রান্ত রশিদ তিনি তাদের সংরক্ষণ করার নির্দেশনা দেন। খুচরা পর্যায়ে অযাচিতভাবে বেশী মূল্য না নেয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকার বিষয়ে হাটের ইজারাদার ও স্থানীয় জনসাধারণকে তিনি নির্দেশনা দেন। এ সময় তিনি ৩ জন ব্যবসায়ীকে মুল্য তালিকা না রাখা ও রশিদ ব্যতীত বেশি দামে পেয়াজ বিক্রি করার অপরাধে মোট- ২৫০০ টাকা জরিমানা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০২০-২০২৫