
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় এলাকা থেকে গত ১৮ সেম্পেম্বর শুক্রবার রাতে ৪৯ বোতল ফেনসিডিল সহ যুবককে আটক করেছে রানীশংকৈল থানা পুলিশ। আটককৃত যুবক আনোয়ার (৩৫) পার্শ্ববর্তী হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। রানীশংকৈল থানা সূত্রে জানা গেছে , রাতে রাণীশংকৈল থানা পুলিশের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে রানীশংকৈল উপজেলার ধর্মগড় মুক্তার বস্তির। কৃষক ইউনুস আলীর আবাদি জমি সংলগ্ন কাঁচারাস্তার উপর থেকে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনোয়ারকে ফেন্সিডিল সহ হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে। ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে আসামী আনোয়ারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঠাকুরগাঁও জেলা জেলহাজতে প্রেরণ করা হয়। রানীশংকৈল থানার ওসি এসএম মজাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।