১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কলেজ অধ্যক্ষ দের সাথে Spcp সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত
১৯, সেপ্টেম্বর, ২০২০, ১০:০৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

আজ ১৯ সেপ্টেম্বর শনিবার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন কলেজের অধ্যক্ষ বৃন্দের সাথে Student Police Cadet Programme (SPCP) সংক্রান্ত একট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ, বিপিএম, । সভায় বিভিন্ন কলেজ/বিশ্ববিদ্যালয়ে SPCP বাস্তবায়নের সম্ভবতা সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়, বিভিন্ন কলেজের অধ্যক্ষ মহোদয়েরা তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন এবং এরকম ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার জন্য ডিআইজি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত সভায় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), রেঞ্জ অফিস, ময়মনসিংহ, মুহাম্মদ বাছির উদ্দিন, পুলিশ সুপার(অপস্ এন্ড ইন্টেলঃ), রেঞ্জ অফিস, ময়মনসিংহ, মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার(ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ অফিস, ময়মনসিংহ, সহ রেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।