এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
কোভিড-১৯ এ অাক্রান্ত বাংলাদেশ অাওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ অা.ফ.ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, খালিদ মাহমুদ চৌধুরী এম.পি, ঢাকা মহানগর উত্তর অাওয়ামীলীগের সাধারন সম্পাদক অাঃ মান্নান কচি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু, এটর্নি জেনারেল মাহবুবে অালম সহ সকলের রোগ মুক্তি কামনায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামীলীগের কালিবাড়িস্থ দলীয় অফিসে শনিবার সন্ধায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন জেলা অাওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জননেতা এডভোকেট মোঃ জহিরুল হক খোকা । এসময় উপস্থিত ছিলেন জেলা অাওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি জনাব মোঃ অামিনুল হক শামীম (সিঅাইপি)।
এছাড়া অারো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম সাধারন সম্পাদক কাজী অাজাদ জাহান শামীম, এম.এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল,সাংগঠিক সম্পাদক আহামদ আলী আকন্দ, জেলা আওয়ামী লীগ নেতা আহসান মোঃ আজাদ, এডভোকেট ইমদাদুল হক সেলিম, দীন ইসলাম ফখরুল, আবুল কালাম রাসেল,হুমায়ুন কবির হিমেল, যুবলীগনেতা রাহাত খান ও শাহ শওকত ওসমান লিটন সহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।