এম এ রহমান জীবন
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট উপজেলায় মুলাগুল আল হেরা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠান ২৩ অক্টোবর সকাল ১০ ঘটিকা হইতে বেলা ০১ ঘটিকা পর্যন্ত মুলাগুল আলহেরা মাদ্রাসার অডিটরিয়াম হলে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খটাই মিয়ার সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফিজ আহমদ হুসাইন এবং আলহাজ্ব ক্বারী হাফেজ মাহবুবুর রহমানের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ১ নং লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির সাবেক চেয়ারম্যান ও কান্দলা নয়াবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সম্ভাব্য সভাপতি জনাব শমশের আলম সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব এবাদুর রহমান, বিশিষ্ট পাথর ব্যবসায়ী জনাব শামসুজ্জামান, ইউপি সদস্য মোঃ আব্বাস উদ্দিন, কান্দলা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা আব্দুর রহিম, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এম এ রহমান জীবন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহাব উদ্দিন চৌধুরী সাহার, মোঃ জালাল উদ্দিন খান, ইউপি সদস্য কয়েছুর রহমান,বীর মুক্তিযোদ্ধা সন্তান মাহফুজুল আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোফজ্জীল আলম চৌধুরী, হাফিজ জয়নাল আবেদীন, মোঃ তাজ উদ্দিন, মোঃ অলীউর রহমান, বিশিষ্ট পাথর ব্যবসায়ী মোঃ আজির উদ্দিন, আফতাব উদ্দিন, অত্র মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হাফিজ মাওলানা মাহফুজুর রহমান চৌধুরী, গোলাম মোস্তফা কামাল, মোঃ আব্দুল্লাহ, মোঃ শাহাব উদ্দিন, খন্দকার মোশতাক আহমদ, রায়হান মুন্সি, ডাঃ হাসান আহমদ, আব্দুল হেকিম, আব্দুল আহাদ এতিম আলী, বিশিষ্ট পাথর ব্যবসায়ী মোঃ লোকমান আহমদ, বাদশা মিয়া, তুতা মিয়া,অত্র মাদ্রাসার কো অর্ডিনেটর মোঃ ছয়ফুল আলম, হাফিজ আজাদুর রহমান, আলহাজ্ব নুর উদ্দিন, কান্দলা ইসলামিক সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজ রিয়াজ উদ্দিন, নজরুল ইসলাম, আবু তাহের প্রমূখ
উক্ত আলোচনা সভায় মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন এবং বর্তমানে মাদ্রাসায় দুইটি শ্রেণিকক্ষের প্রয়োজনও তুলে ধরেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
পরে উপস্থিতি ও অভিভাবকবৃন্দ শীঘ্রই এই দুটি শ্রেণিকক্ষ নির্মাণের ক্ষেত্রে সকল প্রকার সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।