মাহমুদ আহসান হাবিব
ঠাকুরগাঁও থেকে ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার কান্দাল সীমাস্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত যুবক শ্রীকান্ত রায় (২৮) এর লাশ ফেরত দেওয়া হয়েছে।
৫ দিন পর বৃহস্পতিবার দুপুর ২ টায় ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ জোওয়ানরা এ লাশ হস্তান্তর করেছে। এর আগে সকালবেলা দু-দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
গত রোববার সন্ধ্যায় অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ এর গুলিতে নিহত হয় সে। শ্রীকান্ত রায় জেলার হরিপুর উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলু রামের ছেলে বলে জানাযায়।
শ্রীকান্তের বাবা খেলু রাম জানান, গত সোমবার থেকে লাশ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। লাশ আজ ফেরত দিবে, কাল দিবে করে গত সোমবার থেকে সীমান্তে দাড় করিয়ে রেখেছে ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম। মনে করেছিলাম লাশ ফেরত দিবে না। অবশেষে ছেলের লাশ ফিরে পেলাম।
কান্দাল ক্যাম্পের বিজিবি কমান্ডার জানান, গত সোমবার থেকে লাশ ফেরতের ব্যাপারে বিএসএফ সদস্যদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছিলাম। অবশেষে বৃহস্পতিবার সকালে আমাদের পাটানো বার্তায় সাড়া দিলে উভয় দেশের পাতাকা বৈঠক হয়। পরে তারা নিহত যুবকের লাশ ফেরত দেয়।
লাশ ফেরতের সময় হরিপুর থানার ওসি তদন্ত আব্দুস সবুর, কান্দাল ক্যাম্পের বিজিবি সদস্যরা, নিহত যুবকের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে গত রোববার সন্ধ্যার সময় ভারতের পাঞ্জাবে ইটভাটায় কাজ করার উদ্দেশ্যে অবৈধ পথে কান্দাল সীমান্ত দিয়ে ভারতের খোচাবাড়ী ক্যাম্পের সন্নিকটে পৌঁছালে বিএসএফ জোওয়ানরা তাকে লক্ষ করে গুলি করে। এতে বিএসএফের গুলিতে নিহত হয় শ্রীকান্ত। সারারাত সীমান্তে পড়েছিল নিহত শীকান্তের লাশ। সোমবার সকালে খোচাবাড়ী সীমান্তের বিএসএফ সদস্যরা লাশ তুলে নিয়ে যায়।
ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরীর সাথে এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।