১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গণমাধ্যম, ময়মনসিংহ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
২১, সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

১৩ অক্টোবর ২০২০ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.৩০ মিনিটে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী সভাপতিত্বে অতিঃ সম্পাদক স্বাধীন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সহ-সভাপতি প্রদীপ কুমার ভৌমিক, সহ-সভাপতি ড. ইদ্রিস খান, সহ-সভাপতি মুনির চৌধুরী, যুগ্ম-সম্পাদক আব্দুল কাদের চৌধুরী মুন্না, যুগ্ম-সম্পাদক সুমন ভৌমিক, যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান রতন, সাংগঠনিক সম্পাদক এটিএম মনিরুজ্জামান,আজীবন সদস্য আনোয়ার হোসেন, অর্থ-সম্পাদক শরাফত আলী শান্ত, কার্যনির্বাহী সদস্য মাসুম বিল্লাহ, সরিষাবাড়ী উপজেলা শাখা প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, সদস্য মারুফ হোসেন কমল, মোঃ ফয়জুল্লাহ, আব্দু্ল্লাহ আল মামুন প্রমুখ।

সভায় ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রয়াত ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সিনিঃ সহ-সভাপতি আশিক চৌধুরী স্মরণ আলোচনা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে করোনা যোদ্ধাদের সম্মাননা জানানোসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।