এম এ আজিজ,
এনডিএফ বিডি এর ময়মনসিংহ বিভাগীয় অনলাইন বিতর্ক প্রতিযোগীতা ২০২০ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় অনলাইনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিতর্কের অন্যতম কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের সকল জেলার বিতার্কিকদের নিয়ে মুজিববর্ষ উপলক্ষ্যে অনলাইন বিতর্ক প্রতিযোগীতা ২০২০ উদ্ভোধন করা হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা,
পুলিশ সুপার, ময়মনসিংহ।
রবিউল ইসলাম রিমন, সমন্বয়ক এনডিএফ বিডি ময়মনসিংহ বিভাগ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজীব কুমার সরকার, সচিব, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, রফিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা, ময়মনসিংহ ।
অনুষ্ঠানপ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম সোয়েব গ্লোবাল মার্কেটিং ম্যানেজার, ইয়াং-ওয়ান কোম্পানী। চেয়ারম্যান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ।
উদ্ভোধন শেষে অনুষ্ঠিত হয় চমৎকার একটি প্রদর্শনী বিতর্ক হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নাহিদ মণ্ডল প্রভাষক, ময়মনসিংহ কমার্স কলেজ। চেয়ারম্যান এর উপদেষ্টা, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ।
বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা এই প্রতিযোগীতায় অংশ নিবে।
৩টি ক্যাটাগরিতে টানা প্রায় ১৫ দিনব্যাপী চলবে এই প্রতিযোগীতা। সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক, বারোয়ারি বিতর্ক ও পেশাজীবী বিতর্ক স্থান পাবে বলে জানা গেছে।
জানা যায়, বাংলাদেশে প্রত্যন্ত পর্যায় পর্যন্ত বিতর্কের আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ও এর ময়মনসিংহ বিভাগীয় শাখা । আর বিতর্ক শিক্ষা ও প্রতিযোগীতায় অংশগ্রহনে আগ্রহীরা খোজ রাখুন NDF BD Mymensingh Zone এই ফেসবুক গ্রুপে।