১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
২২, সেপ্টেম্বর, ২০২০, ২:৪৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মা মাজেদা বেগমের (৭৩) নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবুনিয়া নিজ গ্রামের ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মাজেদা বেগম।

তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি চার ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত বছরের এপ্রিল মাসে মারা যান প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের বাবা আব্দুল খালেক।