১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, সারা বাংলা আইন অনুযায়ী নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে – স্বরাষ্ট্রমন্ত্রী
২২, সেপ্টেম্বর, ২০২০, ৬:৫৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

ধর্ষণে সহায়তার অভিযোগে দায়ের করা মামলায় ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা জানান।

ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘নূরের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলায় পুলিশ তদন্ত করছে। আমাদের সব নলেজে রয়েছে। যেভাবে অ্যাড্রেস করা দরকার, সেভাবেই পুলিশ তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী ( ফাইল ছবি)