পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ তারাকান্দা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ২২/০৯/২০২০ তারিখ বেলা ১১.৩০ ঘটিকার সময় তারাকান্দা থানাধীন
রাজধারীকেল থেকে ১০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ১। মোঃ ইকবাল (২৪), পিতা মৃত ফয়জুদ্দিন মাতা রুকেয়া বেগম, ২। মোঃ আলমগীর হোসেন (২০) পিতা হান্নান বেগ মাতা মাজেদা বেগম উভয় সাং পাছ কুকাইল, থানা ফুলপুর ৩। মো: জামাল মিয়া (২৮) পিতা মৃত আহম্মদ আলী মাতা নুরজাহান বেগম সাং ডাকুয়া উত্তরপাড়া, ৪। মো: মজনু মিয়া (১৯) পিতা মো: আলী আকবর মাতা: রিনা বেগম, সাং ওয়াই মধ্যপাড়া, উভয় থানা তারাকান্দা, সর্ব জেলা ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল