জালজালিয়াতির মাধ্যমে Passport, Visa, Permanent Residence (PR) Card, Personal Pin Card তৈরী কারী প্রতারনা চক্রের ০২ সদস্য গ্রেফতার করছে সিআইডি। অভিযান পরিচালনা করেন ঢাকা মেট্রো দক্ষিণ ৬ নং টিম অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ মধ্যেপাড়া ইন্জিনিয়ার গলি থেকে তাদেরকে গ্রেফতার করে।
যাত্রাবাড়ী (ডিএমপি) থানার মামলা নং ৯৩, তারিখঃ ২২/০৯/২০২০, ধারা- ৪৬৫/৪৬৮/৪৭১/৪৭৩ পেনাল কোড তৎসহ ১১(১)(ঘ) ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ।
মডাস অপারেন্ডিঃ জাল জালিয়াতি পূর্বক, ভিসা কার্ড, দাপ্তরিক সীল, জাল ভিসা, এয়ার কার্ড প্রস্তুত করতঃ বিদেশ গমণ ইচ্ছুক লোকদের প্রলুব্ধ করিয়া বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া এবং জ্ঞাতসারে অন্যের পাসপোর্ট এর পাতা কাটপেষ্ট করিয়া জালিয়াতি পূর্ণ পাসপোর্ট তৈরী করার অপরাধে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল