১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ধর্ম ও ইসলাম বিশ্ব ওলীর (কুঃ ছেঃ আঃ) ওফাত দিবস ৭ সফর আজ সারা দেশে অনুষ্ঠানমালা শুরু
২৫, সেপ্টেম্বর, ২০২০, ৬:৩৮ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

আরবী হিসাব মোতাবেক আগামীকাল ৭ সফর শুক্রবার জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের পবিত্র বেছালত (ওফাত) দিবস। অত্যন্ত শোক বিধুর এ দিবস স্মরণে আজ বৃহস্পতিবার বাদ ফযর শোকের নিদর্শনস্বরূপ কান্নাভারাক্রান্ত পরিবেশে সারা দেশে জাকের পার্টির কার্যালয়, মসজিদে বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী মসজিদ কমপ্লেক্স এবং লাখো বাড়িতে মুহুর্মুহু তাকবীর ধবনীর মধ্য দিয়ে আল্লাহু আকবার ও কলেমা খচিত কালো পতাকা ও জাকের পার্টির পতাকা উত্তোলন করা হয়।

আজ থেকে ১৯ বছর আগে শোক বিধুর এ রজনীতে বনানী পাক দরবার শরীফে বিশ্ব ওলী দেশ বিদেশের কোটি কোটি অনুসারীকে শোক সাগরে ভাসিয়ে দারুল বাকায় তশরীফ নেন (ওফাত লাভ করেন)।

প্রথা অনুযায়ী আজ বৃহস্পতিবার ৬ সফর মাগরিব ওয়াক্ত থেকে বিশ্ব ওলীর বেছালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফ ও বিশ্ব ওলীর আবির্ভাব মঞ্জিল শেরপুরের পাকুরিয়া দরবার শরীফে একযোগে বেদনাবিধুর ৭ সফরের পবিত্র ফাতেহা শরীফের অনুষ্ঠানমালা শুরু হবে। আজ বাদ ফযর উভয় দরবার শরীফে জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতার শোকের নিদর্শনস্বরূপ শোকের অভিন্ন পতাকাসমুহ উত্তোলন করা হয়।

বিশ্ব ওলীর (কুঃ ছেঃ আঃ) আধ্যাত্মিক প্রতিনিধি ও জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ফাতেহা শরীফে বনানী পাক দরবার শরীফে অবস্থান করবেন।

একই সাথে আজ মাগরিব ওয়াক্ত থেকে জাকের পার্টির উদ্যোগে দেশব্যাপী সকল জেলা, মহানগর, থানা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিকভাবে এবং ক্ষেত্র বিশেষে দলীয় নেতা কর্মী সমর্থকদের বাড়ী বাড়ী শোকঘন আবহে পবিত্র ফাতেহা শরীফের অভিন্ন অনুষ্ঠানমালা শুরু হবে। প্রাণ প্রিয় মুর্শিদকে একইভাবে জাকের পার্টির বৈদেশিক শাখাসমুহও অভিন্ন কর্মসূচি পালন করবে।

আজ মাগরিবের নামাজ আদায়ের পরে ২ রাকায়াত করে ৬ রাকায়াত নফল নামাজ ও বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে শুরু বেদনাবিধুর ফাতেহা শরীফের অনুষ্ঠানমালা। তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার এবং সত্য ইসলামের আদর্শ ও হেদায়েতের বাণী প্রচারে বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরীর অসামান্য অবদান আলোকপাত করে ওয়াজ নসিহত অন্তর্ভুক্ত থাকবে। বিশ্বওলী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ যিয়ারতের মধ্য দিয়ে সম্পন্ন হবে শোক বিধুর পবিত্র ফাতেহা শরীফের অনুষ্ঠানমালা।

অনুষ্ঠানে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি সর্বোপরি শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ কামণা করে বিশেষ মুনাজাত করা হবে।

Bishwa Wali’s (QSA) Day of Departure, the Consecrated 7th of Safar

Scheduled Programs Begin Today throughout the Country

According to the Islamic calendar, tomorrow (Friday, 25 September, 2020) will be the 7th of Safar. It is the consecrated Day of Departure of Zaker Party’s blessed founder, Bishwa Wali Hazrat Shah Sufi Khwaja Baba Faridpuri (QSA) Keblajan. Commemorating this sorrowful day, the black flag emblazoned with ‘Allahu Akbar’ and the Kalima Tayiba, as well as the flag of Zaker Party, was hoisted this morning (Thursday, September 24, 2020) in accompaniment with repeated Takbirs, after the Fajr prayers, as an emblem of mourning and in sorrowful atmosphere – at Zaker Party’s offices all across the country, at the Khwaja Baba Faridpuri Mosque Complex, and at tens and thousands of homes throughout the country.

Nineteen years back, on this most sorrowful night, Bishwa Wali (QSA) departed from this world at the Holy Darbar Sharif in Banani, Dhaka, leaving tens of millions of followers and devotees, all across the world, in a state of complete dejection and misery.

Following the long-cherished custom, the mournful programs of Holy Fateha Sharif, on the consecrated 7th of Safar, will concurrently commence today (Thursday, September 24, 2020) at Bishwa Wali’s House of Departure, the Holy Darbar Sharif in Banani, Dhaka, and at Bishwa Wali’s House of Appearance, Pakuria Darbar Sharif in Sherpur. At both of these sanctified Darbar Sharifs, identical flags were hoisted after the Fajr prayers, as the insignia of bereavement and mourning.

The spiritual representative of Bishwa Wali (QSA) and Zaker Party’s Chairman, Mostafa Amir Faisal, will remain at the Holy Darbar Sharif in Banani, during the blessed Fateha Sharif.

At the same time, on Zaker Party’s initiative – identical programs of the Holy Fateha Sharif will commence, in mournful ambiance, from the hours of Maghrib prayers today – at district, metropolitan, thana, upazila and union level all across the country, organizationally, and at the homes of the party leaders, workers and supporters, at places. In remembrance of the beloved spiritual mentor, Zaker Party’s all foreign branches will observe identical programs, in similar fashion.

The mournful programs of the Holy Fateha Sharif will begin today with the observance of 6 Rakats’ Nafl namaaj (a summation 2 Rakats times three) and special prayers, after the Maghrib prayers. The programs will include: recitation from the Holy Quran; regular sessions of Milad Mahfil and special prayers; Muraqabah and Mushahida; Zikr; Waz and recitals, elucidating the extraordinary contribution of Bishwa Wali (QSA) Keblajan in transmitting the ideals of True Islam and the Message of Salvation. The sorrowful programs of the Holy Fateha Sharif will conclude with the Ziyarat of the Holy Rauja Sharif of Bishwa Wali (QSA) Keblajan.

Special prayers will be offered at the end of the programs, invoking peace, prosperity and progress of our nation, the unity and harmony of the Muslim community, and, above all, the welfare of peace-seeking humanity at large.

 

 

কপিরাইট ড.ফয়সালের এখানথেকে

পবিত্র আশুরাকে কেন্দ্র করে সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি: ভারপ্রাপ্ত কমিশনার।।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর যুবদল, মো: শফিকুল ইসলাম ফরহাদ শুভেচ্ছা জানিয়েছেন।।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাবেক মেয়র মো: ইকরামুল হক টিটু এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন মসিক সাবেক মেয়র মো: ইকরামুল হক টিটু।।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেড’র সভাপতি আলাহাজ্ব নাজিম উদ্দিন।

তথ্য প্রতিদি নিউজ পোটাল পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

সাবেক মেয়র মো:ইকরামুল হকটিটুর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।