১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা কানাইঘাটে শিশুকে বাচাঁতে গিয়ে ফুফুর মৃত্যু
২৫, অক্টোবর, ২০১৯, ৭:৪২ অপরাহ্ণ -

এম এ রহমান জীবন
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে অবুঝ শিশুকে বাচাঁতে গিয়ে করুণ মৃত্যু হয়েছে বৃদ্ধ ফুফু শায়না বেগমের। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র সাউদগ্রামের মৃত আব্দুল কুদ্দুসের মেয়ে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায় ২৩ অক্টোবর বুধবার সকালের দিকে পাথরবাহী অজ্ঞাত একটি ট্রাক বাড়ির পাশের পল্লি বিদ্যুতের খুটির সাথে ধাক্কা দেয়। যার কারনে খুটির লাইন ছিড়ে বাড়ির উঠানে পড়ে যায়। এতে বাড়ির সবাই প্রায় সর্তক থাকলেও অবুঝ শিশুরা কি তা বুঝে? দুপুর ১২টার দিকে নিহত শায়না বেগমের ভাই নুরুল আম্বিয়ার ২ বছরের তাসকিয়া নামের অবুঝ কন্যা বিদ্যুতের লাইনটি ধরতে যায়। বিষয়টি বুঝতে পেরে তাসকিয়াকে বাঁচাতে পিছন দিয়ে দৌড় দেন বৃদ্ধ ফুফু শায়না। এক পর্যায় ঘাতক ছেড়াতারের কবল থেকে শিশু তাসকিয়াকে বাঁচালেও তিনি বাঁচতে পারেননি। বিদ্যুৎপৃষ্ট হয়ে বৃদ্ধ শায়না বেগম ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অসেন। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের লাশ থানায় রয়েছে। এবং আহত শিশু তাসকিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।