১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ করোনাক্রান্ত ড.লিটনের জন্য দোয়া চাইলেন জেলা আ’লীগ সেক্রেটারি এড.মোয়াজ্জেম।।
২৬, সেপ্টেম্বর, ২০২০, ২:১৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

(ময়মনসিংহ অফিস)

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও কৃষিবিদ ড. সামীউল আলম লিটন ‘কোভিড -১৯’ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকাস্থ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন এর আশুরোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন। তিনি সকলকে নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও ফ্রন্টলাইনের করোনাযোদ্ধা সজ্জন মানুষটির জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন, যেন সকলের দোয়ায় দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারেন।

তিনি বলেন, আমাদের সকলের প্রিয় ড. লিটনের দ্রুত সুস্থতা কামনা করছি। কৃষিবিদ ড. সামীউল আলম লিটন ‘কোভিড -১৯’ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মহান আল্লাহতালা যেন তাকে খুব দ্রুত সুস্থ করে দেয়, আমিন। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে ফ্রন্টলাইনের করোনাযোদ্ধা হিসেবে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।