ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের সাথে সম্পৃক্ত অপরাধীসহ সিলেটের এমসি কলেজ, সাভার ও খাগড়াছড়ি ধর্ষণের সাথে জড়িত সকলের গ্রেফতার ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রোববার বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।