চীফ রিপোর্টারঃ
গাজীপুরের নগরীর নলজানি এলাকা থেকে ভুয়া সাংবাদিকসহ অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-১। এ সময় অপহৃত পল্লী বিদ্যুতের কর্মকর্তা হারুন অর রশীদকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
অপহরন কারীরা বিভিন্ন সময় বিভিন্ন ছদ্ধবেশে মানবাধিকার কর্মী ও সাংবাদিক সেজে মানুষদের হয়রানি ও অপকর্ম করে বেড়াতেন তারা র্যাব-১ গোপন সংবাদের মাধ্যমে অভিযানা চালিয়ে ভুয়া সাংবাদিক সহ অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করে।
র্যাব জানায়, অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের শাহীন আলম, সোহেল, সঞ্জয় কুমার দাস, সাহিদা বেগম ও সাবিনা আক্তার বর্ষাকে আটক করা হয়েছে। গত ২৩শে অক্টোবর হারুন অর রশীদকে শিববাড়ি এলাকা থেকে ৭-৮ জন অপহরণকারী অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করে রশীদের সন্ধান না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন। ২৪শে অক্টোবর মোবাইলে ভিকটিমের স্ত্রীর কাছে হত্যার হুমকি দিয়ে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পরে হারুনের স্ত্রী ২৫ হাজার টাকা বিকাশ করেন।
এরপর অভিযান চালিয়ে ৫ অপহরণকারীকে আটক করে র্যাব। এ সময় অপহরণকারীদের কাছ থেকে একটি ডিজিটাল ক্যামেরা, ৬টি মোবাইল ফোন ও তিনটি লিখিত স্ট্যাম্প উদ্ধার করা হয়। অপহরণকারীরা নিজেদের সাংবাদিক কখনো মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে নানা অপকর্ম করতো বলে জানিয়েছে র্যাব।