১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর প্রধানমন্ত্রীর জন্মদিনে গৌরীপুরে মেয়রের উদ্যোগে দোয়া-মাহফিল
২৮, সেপ্টেম্বর, ২০২০, ৫:৫৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামিম খান গৌরীপুরঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার হল রুমে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় মোনাজাত পরিচালনা করেন গৌরীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক মোঃ মাঈন উদ্দিন।
এতে অংশগ্রহন করেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নুরুল ইসলাম, ইমরান মুন্সী, মোঃ নাজিম উদ্দিন, পৌর মহিলা কাউন্সিলর শিউলী চৌধুরী, দিলুয়ারা আক্তার, জেসমিন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, লাইসেন্স পরিদর্শক মোঃ আতাউর রহমান, হিসাব রক্ষক মঞ্জুরুল হক,স্যানেটারী ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।