অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম । শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় আরও বলেন বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মামলা সহ আরও অনেক জনগুরুত্বপূর্ণ মামলা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আইন পেশায় বর্ণাঢ্য জীবনের অধিকারী প্রাজ্ঞ আইনজ্ঞ জনাব মাহবুবে আলম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রাজ্ঞ আইন কর্মকর্তাকে হারালো।………..
চৌধুরী আব্দুল্লাহ-আল মামুন বিপিএম, পিপিএম
মহাপরিচালক
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেস।