মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ৭৪তম জন্মদিবসে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
২৮শে সেপ্টেম্বর সেমাবার বিকেলে বিরোধীদলীয় নেতা এ শুভেচ্ছা বার্তা পাঠান তিনি ।
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,মেধা-মনন,কঠোর পরিশ্রম, সাহস,ধৈর্য্য,দেশপ্রেম ও ত্যাগের আদর্শে গড়ে উঠেছে প্রধানমন্ত্রীর আকর্ষণীয় ব্যক্তিত্ব।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি, দেশপ্রেম ও বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে।
তিনি আরও বলেন,আন্তর্জাতিক পরিমন্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন প্রধানমন্ত্রী।দেশ ও জাতির ভরসাস্হল তিনি।
মাননীয় প্রধানমন্ত্রীর সুস্হ- কর্মক্ষম- দীর্ঘজীবনের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন বিরোধীদলীয় নেতা।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল