কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খাঁন সাহেবের সাথে আজ বিদায়ী সাক্ষাৎ করে কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের একটি প্রতিনিধি দল।
পরিষদ প্রযুক্তি সম্পাদক আহসানুর রশিদ রিপনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল আজ সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের অফিস কক্ষে উপস্তিত হয়ে উনাকে বিদায়ী অভিবাদন জানান।
এবং কানাইঘাটে দায়ীত্ব পালন কালীন সময়ে কানাইঘাট উপজেলাকে চাঁদাবাজি, দূর্নীতি, কালো বাজারী, মাদক মুক্ত করণ, ও সামগ্রিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের ভূয়াষী প্রশংসা করেন পরিষদ নেতৃবৃন্দ।
এ বিষয়ে সীমান্তের সাথে কথা বলতে গিয়ে পরিষদ সভাপতি জাহাঙ্গীর আলম বাবলু বলেন সত্যিকার অর্থে বারিউল করিম খান সাহেব একজন মানব প্রেমী, সৎ ও বলিষ্ঠ সাহসের অধিকারী, আমরা উনার পদোন্নতিতে অনেক খুশি হয়েছি। এমন মানুষ জাতীয় পর্যায়ে কাজ করলে আমাদের দেশ অনেকটা এগিয়ে যাবে।
পরিষদ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমদ মাসুম বলেন , আমরা অনেক ভালো ছিলাম একজন বারিউল করিম কানাইঘাটের ইউ এন ও ছিলেন বলে, করোনা ও বন্যা কালীন সময়ে মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দেওয়া, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে তার বার বার অভিযান পরিচালনা, সন্ত্রাসী, চাঁদাবাজ ও কালো বাজারীর বিরুদ্ধে তার দৃড় অবস্থান আমাদেরকে অনেক বিমোহিত করেছে। তার এই সৎ সাহসই আজকের পদোন্নতির কারণ। আমরা দোয়া করি তিনি যেখানে থাকবেন আল্লাহ যেন তাকে ভালো রাখেন। এবং আশা করব আমাদের এলাকার মানুষের ছোটখাটো ভূল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, কানাইঘাটকে তিনি মনে রাখবেন সব সময়।