গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন লক্ষ্যে ময়মনসিংহ রক্তিম ফাউন্ডেশন গতকাল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির মধ্যে আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল, অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ অন্যতম।
রক্তিম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ছাত্রলীগ নেতা মো: মাহমুদুর রহমান সজল এর উদ্যোগে করোনাকালীন সময়ে সরকারের স্বাস্থ্যবিধি মেনে সংস্থার বাঘমারাস্থ অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আনোয়ারুল হক রিপন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি মো আবুল হোসেন, যুবলীগ সদস্য মনিরুজ্জামান রনি সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক-সাংস্কৃতিক সংস্থার সংগঠক বৃন্দ।
রক্তিম ফাউন্ডেশন আয়োজিত দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।