চীফ রিপোর্টারঃ
ঢাকা জেলার সাভার মডেল থানাধীন এলাকা হতে দুই শতাধিক ফেন্সিডিলের বোতল ও ০১ টি পিকআপসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
২৫ অক্টোবর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাভার মডেল থানাধীন এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল মেজর শিবলী মোস্তফা এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২৪৪ বোতল ফেন্সিডিল, ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাক ০১টি এবং ০১ টি মোবাইল সেট সহ মাদক ব্যবসায়ী (১) মোঃ আমজাদ হোসেন (৪৪), জেলা- দিনাজপুর ও (২) মোঃ নাইম ইসলাম (২৩), জেলা- দিনাজপুর’দ্বয়কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দিনাজপুর জেলার সীমান্ত দিয়ে ভারতীয় এই ফেন্সিডিল আমদানী করে ঢাকার বিভিন্ন জায়গায় খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে থাকে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।