স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ০৩/০৮/২০১৬ খ্রি: তারিখের ৪৪.০০.০০০০.০৭৭.৩৯.০০১.১৫.৮২৬ নং স্মারকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর ০৩ নং সাধারণ যোগ্যতায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে:
(ক) আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
(খ) শারীরিক ও মানসিকভাবে সমর্থ ৩০ থেকে ৭০ বছর বয়সের কোন উপযুক্ত/যোগ্য ব্যক্তিকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেয়া যাবে।
(গ) আবেদনকারীকে ‘ব্যক্তি শ্রেনির’ আয়করদাতা হতে হবে।
(ঘ) আবেদনকারী কর্তৃক আবেদনের পূর্ববর্তী ০৩ (তিন) কর বছর ধারাবাহিকভাবে পিস্তল/রিভলবার/রাইফেল এর ক্ষত্রে ন্যুনতম ০৩ (তিন) লক্ষ টাকা এবং শটগান এর ক্ষেত্রে ন্যুনতম ০১ (এক) লক্ষ টাকা আয়কর দিতে হবে। আবেদনকারী কর্তৃক পরিশোধিত আয়করের পরিমাণ উল্লেখসহ এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র আবেদনের সাথে দাখিল করতে হবে।
উক্ত নীতিমালার ৩২ নং অনুচ্ছেদে বিশেষ প্রাধিকার : ১. এ নিম্ন বর্ণিত পদাধিকার ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিশোধে বাধ্যবাধকতা থাকবে না ;
ক) স্পীকার, ডেপুটি স্পীকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমপদমর্জাদা সম্পন্ন ব্যক্তিবর্গ।
খ) সংসদ সদস্য।
গ) সিটি কর্পোরেশনের মেয়র/‘ক’ শ্রেণির পৌরসভার মেয়র।
ঘ) জেলা পরিষদের প্রশাসক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান।
ঙ) বিচারপতিবৃন্দ।
চ) সরকারী গেজেট বিজ্ঞাপিত সনদ প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
ছ) প্রথম শ্রেণীর স্থায়ী সরকারী কর্মকর্তাগণ কর্মরত/ অবসরপ্রাপ্ত ।
জ) সামরিক বাহিনীতে কমিশন্ড প্রাপ্ত প্রথম শ্রেণির কর্মরত/অসরপ্রাপ্ত কর্মকর্তা।
ঝ) চলমান জাতীয় দলের শ্যুটার (যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যায়িত হতে হবে)।
ঞ) শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান, গবেষণা, ইত্যাদি ক্ষিত্রে জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতিপ্রাপ্ত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনমোদিত কোন বিশিষ্ট ব্যক্তি।
নীতিমালায় আবেদনকারী কর্তৃক আবেদনের পূর্ববর্তী ০৩ (তিন) কর বছর ধারাবাহিকভাবে পিস্তল/রিভলবার/রাইফেল এর ক্ষত্রে ন্যুনতম ০৩ (তিন) লক্ষ টাকা এবং শটগান এর ক্ষেত্রে ন্যুনতম ০১ (এক) লক্ষ টাকা আয়কর দিতে হবে মর্মে বলা হয়েছে।
নীতিমালার ৩২ নং অনুচ্ছেদে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে : খ) সংসদ সদস্য, গ) সিটি কর্পোরেশনের মেয়র/‘ক’ শ্রেণির পৌরসভার মেয়র, ঘ) জেলা পরিষদের প্রশাসক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিশোধে বাধ্যবাধকতা থাকবে না মর্মে বলা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল