১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর ১১ ব্যবসায়ীর মাঝে অগ্রণী ব্যাংকের প্রণোদনা ঋণ বিতরন
১, অক্টোবর, ২০২০, ২:৩০ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান,

৩০ সেপ্টেম্বর বুধবার অগ্রণী ব্যাংক লিমিটেড, পল্লবী শাখা, ঢাকাতে নভেল করোনা ভাইরাস জনিত আর্থিক ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার আওতায় সিএমএসএমই খাতে বিশেষ ঋণ স্কীমের আওতায় ব্যবসায়ীদের মাঝে ৪% হার সুদে ঋণ বিতরন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপক জনাব মোঃ নূর-এ-আল মুক্তাদির। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটিতে ভায়চুয়াল (ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে) উপস্থিত থেকে ঋণ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক জনাব শিরিন আক্তার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শাখার দ্বিতীয় কর্মকর্তা আ ন ম এনায়েত হোসেন, ঋন কর্মকর্তা তাহমিনা সুলতানা এবং মোঃ মণিরুজ্জামান। শাখাটি থেকে প্রথম পর্যায়ে বুধবার ১১ জন ব্যবসায়ীর মাঝে প্রণোদনা ঋণ বিতরন করা হয়। প্রধান অতিতি তার বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, “ প্রণোদনা প্যাকেজের আওতায় স্বল্প ৪% হার সুদে সহজ শর্তে ঋণ প্রাপ্তি ব্যবসায়ীদের করোনা ভাইরাস জনিত ক্ষতি কাটিয়ে উঠতে অত্যন্ত সহায়তা করবে। ভবিষ্যতেও দেশের অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় ব্যবসায়ীদের সহিত ব্যাংক একসাথে কাজ করবে বলে প্রত্যয় ব্যাক্ত করেন।