৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা বেনাপোলে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ অনুষ্ঠিত
২৬, অক্টোবর, ২০১৯, ১:৩২ অপরাহ্ণ -

আসাদুজ্জামান রিপন (বেনাপোল -যশোর) :

“পুলিশই জনতা জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বেনাপোলে কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি, বেনাপোলের আয়োজনে বেনাপোলে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টার সময় বেনাপোল পোর্ট থানা এলাকায় এসময় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খানের সভাপতিত্বে ও এসআই পিন্টু লাল দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।

এসময় বক্তরা জঙ্গিবাদ, মানব পাচার প্রতিরোধ, মাদকের প্রতিকার, বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোকপাত করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সহ-সভাপতি আলী কদর সাগর,সাঃ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, যশোর জেলা পরিষদের সদস্য ও কমিউনিটি পুলিশিং কমিটির সাঃ সম্পাদক ওহিদুজ্জামান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক আহাদুজ্জামান বকুল, যুগ্ন-আহবায়ক, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলি মন্টু, বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন, বাহাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, বাহাদুর ইউনিয়নের সাঃ সম্পাদক মফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল গফফারসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় জনগণ।

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

মব জাস্টিসের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা।।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।

রামগঞ্জে ৪ সাংবাদিকের মুক্তির দাবীতে ফেনী বিএমইউজে’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাজধানীজুড়ে তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা।।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র ৩০ শে আশ্বিন” (ফাতেহা শরীফ) উৎযাপন শুরু..।।