গত ২৬ সেপ্টেম্বর ২০২০ মান্যবর বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা মহোদয়ের নরসিংদী সফরের দ্বিতীয় দিন সায়াহ্নে জেলা প্রশাসকের আবাসিক কার্যালয় “মেঘনায়” পতাকামঞ্চ “সতত সলিল” এর শুভ উদ্বোধন করেন জনাব শারমিন আফরোজ, সভাপতি, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, ঢাকা।
এসময় মান্যবর বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ, মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এবং নরসিংদী জেলা প্রশাসনের প্রিয়মুখ জনাব মোঃ সায়েদুর রহমান, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ সহ আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠান অবলোকন করেন।
মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের পরিকল্পনায় নির্মিত পতাকামঞ্চ “সতত সলিল” এ মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত উন্নয়নের পঞ্চধাপ বিশিষ্ট স্বপ্নসোপানের চূড়ান্ত ধাপ বদ্বীপ পরিকল্পনা এবং তা রুপায়নের লক্ষ্যে সমুদ্রনির্ভর অর্থনীতিকে প্রাধান্য প্রদানের গূঢ় তাৎপর্য জলসিঁড়ি, এক্যুয়ারিয়াম ও স্থাপত্যশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।