১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ড.সামীউল আলম লিটনের রোগমুক্তি কামনায় রঘুনাথ জিউর আখড়ায় প্রার্থনা সভা অনুষ্ঠিত।।
২, অক্টোবর, ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস:

বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি কৃষিবিদ ড.সামীউল আলম লিটনের দ্রুত রোগমুক্তি কামানায় ময়মনসিংহ জুবিলীঘাটস্থ শ্রী শ্রী রঘুনাথ জিউর অাখড়া কার্যকরী কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাতে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

প্রার্থনা সভায় রঘুনাথ জিউর আখড়া কার্যকরী কমিটির সভাপতি এড.পীযূষ কান্তি সরকার, সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ ভৌমিক, সহ-সভাপতি সুমন চন্দ্র ঘোষ,রঞ্জন দেব,স্বপন সরকার,সজল সমাদ্দার টিংকু,চন্দন ঘোষ সহ মন্দির কমিটির কর্মকর্তাগণ সহ সনাতন সম্প্রদায়ের ভক্তবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।
শ্রীশ্রী রঘুনাথ জিউ আখড়ার প্রধান পুরোহিত শ্রী শ্রীবাস ব্রহ্মচারী শ্রীমৎভাগবত পাঠ ও বিশেষ প্রার্থনা পরিচালনা করেন ।
প্রার্থনা সভায় পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব কৃষিবিদ ড.সামীউল আলম লিটন -এর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।