১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, স্বাস্থ্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্ধোধন ।
৪, অক্টোবর, ২০২০, ২:২৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

অদ্য রবিবার, ৪ অক্টোবর সকাল ১০ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে জার্নালিস্ট ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে ।

সিটি কর্পোরেশনের আয়োজনে এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন ।
এ সময় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের স্বাস্হ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এইচ. কে. দেবনাথ। উপস্হিত ছিলেন স্বাস্থ্য বিভাগের খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার ।

এর পূর্বে শিশুদেরকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে ১৪ দিন ব্যাপি কর্মসূচীর উদ্ধোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ।
এ সময় কর্মকর্তাগন তাদের বক্তব্যে বলেন ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পযন্ত শিশুদের নগরের ৩৩ টি ওয়ার্ডে ৩০১ টি স্বাস্হ্য কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্হ্য কর্মীদের মাধ্যমে ৮ লাখ ১৩ হাজার একশত একজন শিশুকে ৬ মাস বয়স থেকে ৫ বছর পযন্ত শিশুকে ‘এ’ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।এসময় অন্যান্যদর মধ্যে খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার,বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহব্বত আলী সহ মসিকের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচী সফল বাস্তবায়নের জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগীতা কামনা করেন ।