১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহ সদরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
৪, অক্টোবর, ২০২০, ৮:৩৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ সদরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহজাহান কবির, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মাহবুব হোসেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) জনাব ফোরকান আহমেদসহ সংশ্লিষ্ট ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ।

পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাঃ মোঃ শাহজাহান কবির চর সিরতা ইউনিয়নের
কোনাপাড়া সোলেমানের বাড়ীতে ক/২ ব্লকের ইপিআই কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিশুদের কে ভিটামিন ‘এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে চর সিরতায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ এর উদ্বোধন করেন এবং কয়েকটি ইপিআই কেন্দ্র পরিদর্শন করে তিনি নিজ হাতে বেশ কয়েকটি বাচ্চাকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মাহবুব হোসেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) জনাব ফোরকান আহমেদসহ সংশ্লিষ্ট ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দগণ উপস্থিত ছিলেন।