শামিম খান গৌরীপুর
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে (৫ অক্টোবর) বেলা ১১টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর উপজেলা শাখার সভাপতি ও ড. এম আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো. ছাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান কবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ম. নুরুল ইসলাম, প্রধান শিক্ষক অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়, মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়, উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক ও কবুলের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন, মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রামগোপালপুর জিকেপি উচ্চ বিদ্যালয়, মো. রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, মো. রেজাউল করিম, সহকারী শিক্ষক, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মো. গিয়াসউদ্দিন, সিনিয়র শিক্ষক ও মো. সাইদুর রহমান, সহকারী শিক্ষক, রামগোপালপুর জিকেপি উচ্চ বিদ্যালয়, সঞ্জয় কুমার দাস, সহকারী শিক্ষক, ড. এম আর করিম উচ্চ বিদ্যালয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা দেশের সকল বিদ্যালয়কে জাতীয় করণের দাবী জানান।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল