মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর -২০১৯ ও বিশ হাত ধোয়া দিবসের কৌশল প্রদর্শন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালীতে অংশগ্রহণ করেন ও আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আল আমিন খাঁন, বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন, বালিয়াডাঙ্গী উপজেলা ত্রান কর্মকর্তা সামিউল মার্ডি, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, এস,এম মশিউর রহমান সরকার, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীগণ।