১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের বিবাহের জন্য নগদ অর্থ অনুদান দিলেন –  দবিরুল ইসলাম এমপি,
২৬, অক্টোবর, ২০১৯, ৪:০৮ অপরাহ্ণ -
মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও-২ সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের ঐচ্ছিক তহবিল থেকে হিন্দু সম্প্রদায়ের মেয়ে বিবাহের জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর মকরডাঙ্গা গ্রামের শ্রী হরিলাল চন্দ্রকে নগদ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। হরিলাল চন্দ্রের কন্যা কৃষ্ণা রানীর বিয়ের জন্য এ অনুদান দেওয়া হয়েছে বলে জানা যায়।
২৫ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায়  সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপির অনুপস্থিতিতে তাঁর জৈষ্ঠ পুত্র ঠাকুরগাঁও জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন অনুদান প্রদান করেন।  এসময় সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আবুল কালাম আজাদ ও হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।