তথ্য প্রতিদিন = সংসদ সচিবালয়ের সার্জেন্ট এট আর্মস এমএম নাঈম রহমানকে ‘ক্যাপ্টেন’ পদ থেকে কমোডর’ পদে পদোন্নতি পাওয়ায় ‘পদোন্নতি ব্যাচ’ পরিয়ে দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ সোমবার (০৫ অক্টোবর) সংসদ ভবনে তাকে এই ব্যাচ পরানো হয়। এসময় স্পিকার কমোডর এমএম নাঈম রহমানের ভবিষ্যতে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান-সহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।