১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ, সারা বাংলা আগামীকাল সিভিএফ সভার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী
৬, অক্টোবর, ২০২০, ২:৩০ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন – জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) আসন্ন সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল বুধবার (৭ অক্টোবর) সকাল ৭টায় ভার্চুয়ালি এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জিসিএ চেয়ারম্যান বান কি মুন, সিভিএফ দেশগুলোর রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান, যুক্তরাজ্য এবং ইতালি (সিওপি-এর হোস্ট এবং সহ-হোস্ট), নেদারল্যান্ডস, সিভিএফ থিম্যাটিক রাষ্ট্রদূত এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদাররা এতে যোগ দেবেন।

সিভিএফের বর্তমান সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী এবং এই জোটের নেতৃবৃন্দ এবং অন্যান্য বক্তারা অনুষ্ঠানে ২০২০ সালে প্যারিস চুক্তির জাতীয় অবদানকে (এনডিসি) বাড়িয়ে জলবায়ু কর্ম ও অভিযোজন প্রচেষ্টা জোরদার করার জন্য সকল দেশের জরুরি প্রয়োজনের দিকে মনোনিবেশ করবেন।

ভার্চুয়াল এই সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনও যোগ দেবেন।

 

mp news