ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় জন্ম নিবন্ধন’ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন, গৌরীপুর থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, জাতীয় পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল আউয়াল প্রমুখ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল