অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম ০৫ অক্টোবর সোমবার বৃহৎ করদাতা ইউনিট (LTU), ঢাকা পরিদর্শন করেন।
পরির্শনকালীন সময়ে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা, (গ্রেড-১) মিজ্ আরিফা শাহানা, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কর আপীল ও অব্যাহতি, জনাব অপূর্ব কান্তি দাস এবং চেয়ারম্যানের একান্ত সচিব। এসময়ে আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিটের কর কমিশনার মোঃ ইকবাল হোসেন সহ পরিদর্শী অতিরিক্ত কর কশিনার, পরিদর্শী যুগ্ম কর কমিশনার ও উপ কর কমিশনারগণ। সভায় অত্র ইউনিটের মান্যবর কর কমিশনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও অত্র ইউনিটের সার্বিক কার্য্ক্রম নিয়ে তৈরী ভিডিও ডকুমেন্টারীর প্রদর্শনের মাধ্যমে চেয়ারম্যান মহোদয় কে বৃহৎ করদাতা ইউনিট সম্পর্কে অবহিত করেন। সভায় এনবিআর চেয়ারম্যান রাজস্ব আদায় সংক্রান্ত মূল্যবান দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি অত্র ইউনিটের নবনির্মিত ওয়েবসাইট www.ltu.gov.bd উদ্ভোধন করেন এবং অত্র ইউনিটে অবস্থিত বঙ্গবন্ধু কর্ণারসহ প্রতিটি উইং পরিদর্শন করে বৃহৎ করদাতা ইউনিটের সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।