মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ‘
পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়। এ উপলক্ষে ২৬ অক্টোরব শনিবার সকালে বালিয়াডাঙ্গী থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, বালিয়াডাঙ্গী থানা চত্বরে গিয়ে শেষ হয়। পরে থানার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ মোসাবেবরুল হকের সভাপতিত্বেে এবং স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন । লাইরি ডিগ্রী কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন, আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ, বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি দবিরুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু ,সহ বিভিন্ন পেশার মানুষ, থানার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।