ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ এর মিটার রিডার মোঃ সোহেল এর উপর হামলার ঘটনা ঘটেছে। জানা যায় গত ২৯/৯/২০২০ তারিখ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় সহকারী প্রকৌশলী হাসনাইন আহমদ জিয়াদ ও উপসহকারী প্রকৌশলী মাহাবুব কবীর সহ একটি কারিগরি দল উপজেলার আউলটিয়া( খালেক মাস্টার বাড়ী) বিদ্যুৎ গ্রাহক মোঃ আজাহার আলী (৩৬) পিতা আব্দুল হাকিম বিদ্যুৎ গ্রাহক নং – ৭৮২৮১৯৯ সাং আউলটিয়া বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিছিন্ন করতে গেলে মোঃ আজাহার আলী ও তার সহযোগীদের নিয়ে বাধা দেয় এবং গালমন্দ করতে থাকে পিডিবির কর্মকর্তাদের। একপর্যায়ে আজাহার ও তার সঙ্গীয়দের নিয়ে মিটার রিডার মোঃ সোহেল কে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে জখম করে। পিডিবির একজন কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় সোহেল এর উপর হামলার পর আজাহার আলী বসত বাড়ি থেকে দা নিয়ে আসে তাদের উপর আবারও হামলার চেষ্টা করে। তখন ঘটনার আশপাশে থাকা আবু হানিফ পিতা মৃত হায়দার আলী মাস্টার, মোঃ ছাইফুল ইসলাম পিতা আঃ ছামাদ, মোঃ আবু রায়হান শাকিল পিতা হাফিজুর রহমান সহ বেশ কয়েকজন এগিয়ে এসে তাদেরকে রক্ষা করে। পরে স্হানীয়দের সহযোগিতায় গুরুতর আহত মোঃ সোহেল কে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে ত্রিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ এর সহকারী প্রকৌশলী হাসনাইন আহমদ জিয়াদ বাদী হয়ে মোঃ আজহার আলীকে আসামি করে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন মামলা নং (৩৯) তারিখ ৩০-৯-২০২০।
ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পিডিবির কর্মকর্তারা ।
মামলার তদন্ত কর্মকর্তা ত্রিশাল থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম জানায় আসামীকে গ্রেফতার এর চেষ্টা চলছে।