৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিচিত্র-সংবাদ, বিনোদন ফের চমকে দিলেন নোরা ফাতেহি!
২৬, অক্টোবর, ২০১৯, ৪:৩৪ অপরাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন
নোরা ফাতেহি মানেই তো চমক! সাম্প্রতিক সময়ে তিনি যে গানের তালে কোমর দুলান সেই গান ভার্চুয়াল দুনিয়ায় অল্প সময়েই ভাইরাল হয়ে যায়। এছাড়া ইউটিউবে প্রকাশিত তার ‘কাভার ড্যান্স’ও লাখ লাখ দর্শক মুগ্ধ হয়ে দেখছেন। এবার মরক্কোতে ‘লাল পরী’ হয়ে স্টেজ মাতালেন। এটিই ছিল যেন সবার জন্য সেরা চমক ছিল।
নাচ দিয়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে কাঁপন ধরাতে বেশ পটু অভিনেত্রী নোরা ফাতেহি। মূলত জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে’ সিনেমার আইটেম গান ‘দিলবার’-এ তার বেলি ড্যান্স দিয়েই দর্শকদের মনে ঠাঁই পেয়েছেন তিনি।
সম্প্রতি মরক্কোর একটি পাবলিক কনসার্টে একটি ব্যান্ডের সঙ্গে মঞ্চে আসেন তিনি। তার হাতে ছিল মাইক্রোফোন। ওই ব্যান্ড যখন গাইতে শুরু করলেন তিনিও ঠোঁট মেলাতে থাকেন। তবে নোরা মঞ্চে আসবেন কিন্তু নাচ হবে না, তা কী করে হয়!
ওই ব্যান্ডের গানের তালে নেচেছেন নোরা। আর তা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার হওয়া মাত্রই লুফে নেয় সবাই।
সম্প্রতি নোরা ফাতেহি অভিনীত ‘বাটলা হাউস’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন নিখিল আদভানি। চিত্রনাট্য রিতেশ শাহ’র। গত ১৫ আগস্ট মুক্তি পায় ছবিটি। নোরা বলেন, ‘দর্শক কী চায় আমি তা জানি। সে অনুযায়ীই কাজ করার চেষ্টা করছি।’