অদ্য শনিবার ১০’অক্টোবর সকাল সাড়ে ১০’টায় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন চত্বরে, ময়মনসিংহ বিভাগের রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ-” কল করুন ৯৯৯”- এর শুভ উদ্ধোধন করেন ।
উল্লেখ্য,ইতিপূর্বে বাংলাদেশে ২০১৭ সালে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জরুরী প্রয়োজনে পুলিশি সেবা সহযোগীতার জন্য এই সেবার উদ্ধোধন করেছিলেন ।
এ সময় উপস্হিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভুইয়া, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান সহ বিভাগের অন্যান্য জেলার পুলিশ কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্ট পুলিশ অফিসারগন।
দেশে ধর্ষণ, ইভটিজিং ও অন্যান্য নারী নির্যাতন সংক্রান্ত ঘটনাসহ যে কোন পুলিশি প্রয়োজনে রাত- দিন ২৪ ঘন্টা ৯৯৯ এ কল করা যাবে । আপনার মোবাইলে কোন ব্যালেন্স না থাকিলেও কল করা যাবে এই নাম্বারে।
এছাড়াও ময়মনসিংহ জেলা পুলিশ কন্ট্রোল রুম নাম্বারে – ০১৩২০-১০৪০৯৮ এ।