তৃণমূল থেকে বেড়ে উঠা একজন যুব সংগঠক তরুণ রাজনীতিবিদ সিলেট জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ড এর অন্যতম সদস্য ও কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আলমাস উদ্দিন এর শুভ জন্মদিন ১০ অক্টোবর।
১৯৮৩ সালের ১০ অক্টোবর, ৩৬০ অলি-আউলিয়াদের পদধূলিতে ধন্য হওয়া সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ড বড়গ্রামে এক মুক্তিকামী আওয়ামীলীগ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি, পিতা আলহাজ্ব মুফিজ আলী।
মানব কল্যাণে নিবেদিত এক দিপ্ত যুবক
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে,
এই মৈত্র বলিয়ান হয়ে কিছু মানুষ শত বাধা বিপত্তি ও বাস্তবতার মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন সমাজ তথা মানব সেবায়। আবার কিছু কিছু দুঃখী মানুষের দুঃখে পীড়িত হন। এছাড়াও দুঃখী মানুষের দুঃখ দূর্দশা দূর করার জন্য সমাজ ও দেশের কল্যাণে রাখেন অনন্য অবদান। সেই রকমই একজন তরুণ রাজনীতিবিদ আলহাজ্ব আলমাস উদ্দিন। সেই জনপ্রিয় তরুণ রাজনীতিবিদ এর শুভ জন্মদিনে কানাইঘাট উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানিয়েছেন অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল