১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ডিবি’র অভিযানে, গরুচুরির রহস্য উৎঘাটন।। ৫’জন গ্রেফতার,প্রাইভেট কার-ট্রাক সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার।।
১১, অক্টোবর, ২০২০, ৭:৩০ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ  হোসেন কমলঃ

গত ২৭’সেপ্টেম্বর ২২/২৩ জনের অজ্ঞাত ডাকাত দল মুক্তাগাছা আরব এগ্রো ফার্মের দারোয়ানদের হাত,পা বেঁধে (২০,০০,০০০/-
(বিশ লক্ষ)টাকা মূল্যের ১৬’টি গরু ডাকাতি করে নিয়ে যায়।

উক্ত ঘটনায়,ময়মনসিংহের মুক্তাগাছা থানায় পেনাল কোডের ৩৯৫/৩৯৭-ধারায় একটি ডাকাতি মামলার রুজু হয়। যার( মুক্তাগাছা থানার মামলা নং-২৫,তাং-২৮/০৯/২০২০)।ময়মনসিংহের ডিবি পুলিশ কর্তৃক মামলাটি স্বল্প সময়ে একটানার তদন্ত ও অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনা উদঘাটন করে এবং ঘটনায় জড়িত ০৫ জনকে
গত রবিবার ১০’অক্টোবর/২০২০’এ, ঢাকা, সাভার, পাবনা ও সিরাজগঞ্জ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সেইসাথে,তাদের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত ০১টি ট্রাক,০১টি প্রাইভেটকার,১টি তালা কাটার -“কাটার মেশিন”, ০৩টি চাকু, ৬টকুরা রশি, ১টি কেচি, ২টি ত্রিপল ও হাসিল বই উদ্ধার করা হয়েছে।
ইতিমধ্যে,গ্রেফতারকৃত’দের,০৩’জন আসামী বিজ্ঞ ০২নং আমলী আদালতে ফৌঃ কাঃ বিঃ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
গ্রেফতারকৃত আসামীরা, বগুড়া’র ধুনট- থানার ১।মোঃ রাব্বানী হোসেন (২৮),
ঢাকা জেলার-ধামরাই থানার-২। মোঃ শহিদুল ইসলাম (২৮)
সিরাজগঞ্জ জেলার -সদর, সিরাজগঞ্জ থানার ৩। মাসুদ রানা (৩২)
পাবনা জেলার,আতাইকুলা থানা’র
৪। মোঃ সবুজ হোসেন (২২),টাংগাইল জেলার ঘাটাইল থানার
৫। মোঃ হুমায়ুন কবির (৩৪)