ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন মেয়র মো. ইকরামুল হক টিটু।
অদ্য বুধবার বেলা ১১ টার দিকে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে এ ওয়ার্ডের ধোপাখলা মোড় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ, ক্যাডেট কলেজের পশ্চিম ও উত্তর পাশে, ধোপাখলা এলাকায় এবং উপজেলা পরিষদ থেকে আর.কে মিশন কালভার্ট পর্যন্ত ৯০০ মিটার আরসিসি ড্রেন নির্মাণের উদ্বোধন করেন মসিক মেয়র।
উদ্বোধনকালে সংশ্লিষ্ট ওয়ার্ডকে শতভাগ উন্নয়নের আওতায় আনার ঘোষণা দেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এসময় ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রোকেয়া হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।