মারুফ হোসেন কমলঃ
বৈশ্বিক মহামারী করোনাকালীন দুর্যোগপূর্ণ সময়ে সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে
জাকেরদের প্রত্যেকে বাড়িতে বসেই ৩০ এ আশ্বিন পালন করেন।
ময়মনসিংহ ব্রক্ষপুত্র নদীর পাশে লালকুঠি পাক দরকার শরীফের পবিত্র ফাতেহা শরীফ আখেরী মোনাজাত অনুষ্ঠিত।
৩০শে আশ্বিন ফাতেহা শরীফ লালকুঠি দরবার শরীফের
আউলিয়াকুল শিরোমণি কুতুবুল এরশাদ মুজাদ্দেদে জামান গউছুল আযম মুর্শিদে ছাকালাইন হযরতুল আ”ল্লামা মহাত্মা শাহ সুফী খাজা মোহাম্মদ সাইফুদ্দীন নকশোবন্দী মুজাদ্দেদী এনায়েতপুরী শম্ভুগঞ্জী রহমাতুল্লাহি আ” লাইহি ছাহেবের পবিত্র ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ফাতেহা শরীফ সকাল ১০টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাজার শরীফে উপস্থিত ছিলেন পীরজাদা খাজা মোহাম্মদ সুজাউদদৌলা(সুজা হুজুর),
পীরজাদা খাজা মোহাম্মদ আলাউল হক(অলি হুজুর)।
এর আগে দোয়া পরিচালনায় করেন পীরজাদা খাজা মোহাম্মদ রেজাউল হক(রেজা শাহ) গদিনশীল হুজুর।
সারা বাংলাদেশর মানুষের জন্য দোয়া কামনা করেন। করোনাকালীন নতুন দিন যেনো হয়,বিশ্ব যেনো করোনামুক্ত হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায়ও বিশেষ দোয়া করা হয়।