১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গাজীপুর গ্রাম ভিত্তিক ভিডিপি (অস্ত্রবিহীন) মৌলিক প্রশিক্ষণ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে
১৫, অক্টোবর, ২০২০, ৬:৪৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

তৈয়বুর রহমান গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অন্তগত মাওনা ইউনিয়ন এ আক্তাপাড়া আব্দুল সাত্তার মুন্সি দাখিল মাদ্রাসায় আনসার ভিডিপির ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের ব্যাবস্থা করা হয়।

প্রশিক্ষন শেষে সমাপনী অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা আনসার ভিডিপি দশ দিন ব্যাপী প্রশিক্ষণের সম্মানীভাতা ১৫০০ টাকা থেকে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার ক্রয় মূল্য বাবদ ৫০০ টাকা করে কর্তন করা হয় ও ট্রেনিং শেষ করে আনসার ভিডিপি সদস্যদের কে ১০০০ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান এবং আনসার ভিডিপি সদস্যদের হাতে সনদ প্রদান কর করা হয়।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব আবদুল্লাহ আল হাদী, কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি গাজীপুর জেলা । সভাপতি জনাবা জাহানারা বেগম ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রীপুর উপজেলা আনসার ভিডিপি। এ সময় প্রধান অতিথি আব্দুল আল হাদী বলেন বাল্য বিবাহ প্রতিরোধে এবং মাদকের বিরুদ্ধে স্বচ্ছার থাকার আহ্বান জানান।
আনসার ভিডিপি প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছেন আব্দুল ওহাব আনসার কমান্ডার মাওনা ইউনিয়ন
এবং রাহেলা আক্তার মহিলাদল নেত্রী মাওনা ইউনিয়ন, আব্দুল হামিদ ভিডিপি মাওনা ইউনিয়ন