আরিফ রববানী,ময়মনসিংহ :
ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা ,র আয়োজনে ময়মনসিংহ বিভাগের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । এই উপলক্ষে ১৪ই অক্টোবর রাতে, ময়মনসিংহ বিভাগ সমিতির ঢাকা এলিফ্যান্ট রোডের ময়মনসিংহ অডিটোরিয়ামে
আলোচনা,মিলাদ,দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ,সমিতির নির্বাহী সভাপতি,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল।বাবুল ময়মনসিংহ বিভাগ ঘোষনা ও বিভাগের উন্নয়ন কার্যক্রম দ্রুত আরম্ভ করায়, মানবতার মাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদ এম পি কে ধন্যবাদ জানান ও উনাদের প্রতি কৃতগ্গতা প্রকাশ করেন।
সমিতির মহাসচিব সুপারিনটেনডেন্ট ইঞ্জিঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান ,ময়মনসিংহ জিলা সমিতি, ঢাকা,র সভাপতি শিল্পপতি সালাউদ্দিন হুমায়ুন ,গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড.সাইফুল মজিদ , আতিকুজ্জামান খান, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা,র যুগ্ম মহা সচিব ইন্জি: ইশরাফ হোসেন,অধ্যাপক আকবর সিরাজী, ময়মনসিংহ জেলা সমিতি, ঢাকা এর সাধারন সম্পাদক আলহাজ্ব জহিরুল ইসলাম জহির ,সাইফুদ্দীন মনি,হেলাল উদ্দীন ,আনোয়ার হোসেন, এম এ মান্নান,সাইদুল করিম নসরত,কৃষিবিদ রফিক চৌধুরী, আমসর আলী, লতিফুল ইসলাম নিপুল,রফিকুল ইসলাম,নেত্রকোনা জেলা সমিতির যুগ্ম মহাসচিব শিল্পপতি মিজানুর রহমান, বাংলাদেশ কৃষক লীগের প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, প্রফেসর বজলুর রশীদ,ইন্জি: ইলিয়াস লিটন, কামরুজ্জামান মামুন, প্রফেসর: ডা: নুরুল আলম বাসার,মিসেস রিনা পন্ডিত, আদনান শাহরিয়ার নাজিন, মাহরুজ তালাল দাইয়ান,এবিএম আমিনুল হক,তৌফিকুল ইসলাম বাবুল,এড.রুহুল আমিন, ইঞ্জিনিয়ার আবু মো:সায়েম, ইঞ্জিনিয়ার গোলাম রাব্বানী, আসাদুল্লাহ,চেয়ারম্যান ফিরোজ খান, সাইফুদ্দীন মুন্না, কারুন্নাহার, রীনা পন্ডিত ,নাসির ধূমকেতু, আকবর পাঠান, মো:জলিল,আখলাস উদ্দীন প্রমুখ। সভায় সর্ব সম্মত ভাবে ডা: বাসার কে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট করোনা চিকিৎসক কমিটি গঠন করা হয়। সভা শেষে সমিতি র উপদেষ্টা ফেরদৌসী রহমান কুসুম ও আই জি আই সি টি মুহম্মদ হাননান খান এর রোগ মুক্তি কামনা করে দোয়া হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আ: হাই।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল